Thursday, April 17, 2014

কথোপকথন – ১ -পূর্ণেন্দু পত্রী

-তোমার পৌঁছুতে এত দেরী হলো ?
-পথে ভিড় ছিল ?
-আমারও পৌঁছুতে একটু দেরী হলো
সব পথই ফাটা ।
-পথে এত ভিড় ছিল কেন ?
-শবযাত্রা ? কার মৃত্যু হল ?
-এই তি সেদিন যোগো গেল
-দৌড়ে গেল, এখনও ফিরল না।
-আগে পরে শঙ্কর, বিমল। 
-আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায়---- 
-দূরের সমুদ্রে চলে যায়। 
-কালো নুলিয়ারা যে-রকম বিলীনের দিকে।
-আরও যাবে, আমরাও যাবো।
-লোকাল ট্রেনের মতো বেশ ঘন ঘন
-আসছে যাচ্ছে মৃত্যু আজকাল। 
-তোমার কেমন মৃত্যু ভাল লাগে ?
-আমি ? সেরিব্রাল ?
-মৃত্যুর কথায় রাগ হল ?
- মৃত্যুর প্রসঙ্গ তবে থাক
-জীবনের আলোচনা হোক ।

-তোমার চিবুকে এত ছায়া কেন ?
-অন্ধকারে ছিলে ?
-আমার কপালে এত ঘাম কেন ?
-রোদ্দুরে ছিলাম।
-তুমি আজ টিপ পরনি তো ?
-আমি আজ পাঞ্জাবি পরিনি।
-তোমার খোঁপার চুল ভাঙ্গা কেন ?
-ঝড়ে পড়েছিলে ?
-আমার চুলের ফাঁকে রক্ত কেন ?
-বাজ পড়েছিল ।
-আজকাল রোজই ঝড় উঠে।
-গাছ পড়ে, ল্যাম্পপোস্ট পড়ে
-মানুষও পাখির মত ছিঁড়ে - খুঁড়ে পড়ে
খানাখন্দে পড়ে।  (সংক্ষিপ্ত বাকি আংশ আসছে)






No comments:

Post a Comment

পৃষ্ঠা(4)1234 পরবর্তী