Friday, April 18, 2014

অদ্ভুত আঁধার এক - জীবনানন্দ দাস

অদ্ভুত আঁধার এক

অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ
চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-
প্রীতি নেই-করুনার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ
ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের
প্রতি,
এখনো যাদের কাছে স্বাভাবিক
বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প
অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।

No comments:

Post a Comment

পৃষ্ঠা(4)1234 পরবর্তী